মোঃ অহিদুল্লাহ্ঃ
সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের জাগ্রত ৯৪ এর পক্ষ থেকে নবগঠিত সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির ভারপ্রাপ্ত-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম কে সংবর্ধনা।
৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায়, সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন এর অডিটরিয়ামে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ শাখার ১৯৯৪ ব্যাচের জাগ্রত ৯৪ বন্ধুদের আয়োজনে ৯৪ ব্যাচের অগ্রগামী বন্ধু মানবতার ফেরিওয়ালা খ্যাত চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদর রহমান মাসুম সোনারগাঁ উপজেলা আঃলীগের ভারপ্রাপ্ত-সভাপতি নির্বাচীত হওয়ায় তার সন্মানে রাজকীয় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন জাগ্রত ৯৪ ব্যাচ ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জাগ্রত ৯৪ এর আহবায়ক মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত-সভাপতি ,এবং পিরোজপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
জাগ্রত ৯৪ বন্দু রাসেলের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগ্রত ৯৪ বন্ধু ঈশাখাঁ প্রেশ ক্লাবের সভাপতি ভিপি পারভেজ, যুগান্তর পএিকার ষ্টাপ রিপোর্টার আল আমিন তুষার, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, কে কে মাল্টিমিডিয়ার কর্নধার কামাল খাঁন, মোবারক হোসেন জুয়েল, মতিউর রহমান সুমন,আমির হোসেন, মোঃ পারভেজ, সাংবাদিক হীরালাল বাদশা, আজিজুল ইসলাম, মোঃ ফিরোজ, লিটন মুছা, খোকন, আলী হায়দার, মোঃ হুমায়ুন কবির, মোঃ দেলোয়ার, হাবিবুর রহমান,প্রমূখ,
বন্ধুমহলের এমন আয়োজনে মুগ্ধ ইঞ্জিনিয়ার মাসুম, তিনি বলেন আমার জিবনে যতগুলা স্বরনীয় দিন ছিলো তার মধ্যে আজকের দিনটা অতিব স্বরনীয় হয়ে থাকবে, আমার বন্ধুদের আজকের সংবর্ধনা কেবল সংবর্ধনাই নয় বরং বন্ধুত্বের এক অনন্য মেছাল হয়ে থাকবে,, তিনি জাগ্রত ৯৪ এর সকল বন্ধুদের দির্ঘায়ু ও স্বু সাস্থ কামনা করেন।
Leave a Reply