আজিজুল ইসলাম, খুলনা
খুলনার রুপসা উপজেলার ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীকে কুপ্রস্তাব এবং বিভিন্ন অপকর্মের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা । জানা গেছে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর ছাত্রীদের সাথে বিভিন্ন সময় অসৌজন্য মূলক আচরণ করেন । সর্বশেষ তিনি ঋতু বৈরাগী এবং সমাপ্তি বৈরাগী নামে ২ স্কুল ছাত্রীকে কু প্রস্তাব দেন । এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত উক্ত প্রধান শিক্ষক সহ সকল শিক্ষককে আবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা । বেলা ১২টার দিকে থানা পুলিশের একটি দল উক্ত শিক্ষককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে । নবম শ্রেণীর শিক্ষার্থী নন্দিনী শীল , সুজয় বৈরাগী , রুপম মহন্ত অভিযোগ করে বলে উক্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিভিন্ন ছাত্রীদের সাথে প্রাইভেট পড়ানো কালীন সময়ে অসৌজন্য মূলক আচরণ করতেন । সর্বশেষ তিনি সমাপ্তি বৈরাগী নামে দশম নবম শ্রেণীর এক ছাত্রীকে বডি রিলেশন এর প্রস্তাব দেন । এর প্রেক্ষিতে আজ সকল ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে মানববন্ধন এবং সমাবেশ করে । পরবর্তীতে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে বিদ্যালয় এর চেয়ার , টেবিল , ব্যবহারিক জিনিসপত্র ভাঙচুর করে। এ সময় প্রধান শিক্ষককে আন্দোলনকারী শিক্ষার্থীরা মারধর করার চেষ্টা করে । অবশেষে প্রধান শিক্ষক কে থানা পুলিশ আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তিস্বর বিশ্বাস জানান ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল । এর পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপবাদ দিয়ে আমাকে নাজেহাল করছে । এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম বলেন প্রধান শিক্ষককে আমরা আইনের আওতায় এনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব । এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকে স্কুলের সামনে শত শত অভিভাবকরা এসে ভিড় করে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে ধরে । বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা এবং অভিভাবকরা উক্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে । ঘটনার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা , উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম , রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন , ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান বিদ্যালয় পরিদর্শন করেন ।
Leave a Reply