মোঃ অহিদুল্যাহ্, নিজস্ব প্রতিনিধিঃ
গত ৬ জুলাই বুধবার বিকালে, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, কে এম আজম খসরু’র শারিরিক অসুস্থতার কথা শুনে তার সাথে দেখা করতে ও শারিরিক খোজখবর নিতে ও সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের পক্ষথেকে শুভেচ্ছা জানাতে , খসরু সাহেবের ঢাকাস্থ আফতাব নগরের তার নিজ বাসভবনে ছুটে যান, সোনারগাঁ শ্রমিক লীগের আহবায়ক জনাব মোঃ রোবায়েত হোসেন শান্ত।
কে এম আজম খসরু সাহেবের শারিরিক সুস্থতার জন্যে দোয়া কামনা করে, সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষথেকে, ফুলেল শুভেচ্ছা জানান শান্ত।
শান্তর কর্মকান্ডে খুশি হয়ে, তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন আজম খসরু সাহেব। এবং সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগকে, উদ্দেস্য করে বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ, এই সংগঠনের ভাবমুর্তি রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সকলের, সোনারগাঁয়ে জাতীয় শ্রমিক লীগের ভাবমুর্তি উজ্জল ও শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করার লক্ষে সবসময় তৎপর থাকা চাই, তিনি আরও বলেন, আমি দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় শ্রমিক লীগের কার্যক্রমে সবাই সন্তুষ্ট,তাই আমি দোয়া করি তোমরা এগিয়ে যাও ইনশাল্লাহ্ সফলতা আসবেই।
Leave a Reply