দক্ষিন কুরিয়া থেকে মোঃ অহিদুল্লাহ্ঃ
সাড়া বিশ্বব্যাপী ইসলামের সুমহান দাওয়াত পৌছে দিতে, দাওয়াত তাবলিগ তাদের মেহনত চালিয়ে যাচ্ছে অবিরাম, তারই ধারাবাহিকতায় অদ্য ১৫ জানুয়ারি দক্ষিন কুরিয়াস্ত উইজম্বু হালকা শাখার উদ্যোগে, ছংগরি জামে মসজিদে দাওয়াত ও তাবলিগের মাসিক মাসওয়ারা সভা অনুষ্টিত হয়,
অনুষ্টান শুরু হয় বাদ যোহর, এতে অংশগ্রহন করেন উইজম্বু এরিয়ার ৭ টি মসজিদ থেকে আগত দ্বীনপ্রিয় মুসলমান ভাইগন,
অনুষ্টানের লক্ষ্য ও উদ্দেশ্যঃ মানুষের মাঝে শান্তির ধর্ম তথা ইসলামের সুমহান বানী পৌছে দেয়া, এবং ইসলামের সৌন্দর্যকে সবার মাঝে তুলে ধরা, দাওয়াত ও তাবলীগের গুরুত্ব ও তাৎপর্যেরর বিষয়ে সবাইকে মনোযোগী করা,
উক্ত হালকায় প্রধান আলোচক ছিলেন ছংগরি মসজিদের ইমাম ও খতিব ইসলামিক স্কলার মুফতি ওমর ফারুখ দাঃ বাঃ তিনি ইসলামের বিভিন্ন গুরুত্বপুর্ন দিকগুলি নিয়ে আলোচনা করেন, এবং সবাইকে এক হয়ে দাওয়াতের মেহনতকে বেগবান করার আহ্বান জানান, সবশেষে মুনাজাত ও মেহমানদ্বারীর মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে,,,
Leave a Reply