নিজস্ব প্রতিনিধিঃ আঃ করিম
সোনারগাঁ নাফ পরিবহনে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ড্রাইভার হেল্পার সহ সাধারণ যাত্রী আহত হয়েছে।
শুক্রবার ১লা এপ্রিল নারায়ণগঞ্জ সোনারগাঁ নাফ পরিবহন কোম্পানি প্রাইভেট লিমিটেড ঢাকা থেকে সোনারগাঁ আসার পথে ভাড়া নিয়ে এক যাত্রীর সাথে কন্টাকদারের কথা কাটাকাটি হয় । এরই জের ধরে পরিবহনটি যখন নারায়ণগঞ্জ বন্দর থানা আওতাধীন জাঙ্গাল স্থানে পৌঁছালে ওই পরিবহনে উঠে দলবদ্ধভাবে দুর্বৃত্তরা অতর্কিত ভাবে হামলা চালায়। হামলায় ড্রাইভার হেলপার কে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেপরোয়া এলোপাতাড়ি মারধর শুরু করে, একপর্যায়ে সাধারণ যাত্রীরা ভাড়া দিতে আসলে তাদের কেউও এলোপাতাড়ি মারতে থাকে।ড্রাইভারকে গাড়ি থেকে টানা হেচরা করে তুলে নিয়ে যায়। এছাড়াও পরিবহনের বাইরে ও ভেতরে ভাঙচুর চালায়। কন্টাকদারের সাথে থাকা টাকাপয়সা লুটপাট করে নিয়ে যায়। এ বিষয়ে সোনারগাঁ নাফ পরিবহনের এমডি মাহফুজুর রহমানের সাথে আলাপ হলে তিনি জানান আমার পরিবহনের অতর্কিত ভাবে ১০ থেকে ১২ জন দুর্বৃত্তরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে কন্টাক্টাদার কে মারদর করে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে আমি কামতাল ফাঁড়িতে মৌখিকভাবে একটি অভিযোগ দায়ের করি। আগামীকাল শনিবার ২রা এপ্রিল আমি লিখিত অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিব।
Leave a Reply