নিজস্ব প্রতিনিধি মোঃ অহিদুল্লাহ্
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউপির জিয়ানগর গ্রামের বাসিন্দা মোঃ মোক্তার হোসেন এর ভাতিজা মোঃ হাসিব (১২) গতো ১৩/৪/২২ তারিখে বাড়ি থেকে বের হয়, তার পরথেকেই আর বাসায় ফেরেনি হাসিব, তার গায়ের রং শ্যামলা উচ্চতা ৪ফিট, পড়নে সাদা সেন্টুগেন্জি, কালো রংয়ের টাউজার,মুখমন্ডল লম্বাকৃতি সামনের দাঁত সামান্য উচু,মাথার চুল ছোট
বাড়িথেকে বের হবার ১৮ দিন পারহয়ে গেলেও, এখনো তার কোন সন্ধান মেলেনি,
এ ঘটনায় হাসিবের চাচা মোঃ মোক্তার সোনারগাঁ থানায় ১৬-০৪-২২ তারিখে একটি জিডি করেন জিডি নং ৮৪৭,
যদি কোন হৃদয়বান ব্যাক্তি হাসিবের দেখা পান বা তার কোন সন্ধান দিতে পারেন তবে তাকে নিম্নের নাম্বারে যোগাযোগ করতে বলা হলো ০১৯২৬৮৫৩৮২২
Leave a Reply