নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিমের সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেন। নেতৃবৃন্দ সোনারগাঁ ঈশাখাঁ প্রেসক্লাব গঠন ও প্রথম সাংগঠনিক কমিটি প্রকাশ বিষয়ক মতবিনিময় করেন।
এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, অর্থ সম্পাদক মোঃ অহিদুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সততার সাথে সাংবাদিকতা করতে হবে। দেশের ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস গণমাধ্যমে তুলে ধরতে হবে। বাংলাদেশের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করে পেশার মানোন্নয়নে কাজ করতে হবে।
Leave a Reply