মোঃ অহিদুল্যাহ্ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে, নয়টি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিবার, এই সংগঠনের উদ্যোগে,টিম লিডার সানাউল্লাহ্ বেপারীর নেতৃত্বে,ওমর ফারুখের পরিচালনায়, সোনারগাঁয়ের হৃদয়বান ব্যাক্তিদের সার্বিক সহযোগীতায়, সিলেটে বন্যা দুর্গতদের পাশে দাড়াতে ৪ট্রাক ভর্তি ত্রান সামগ্রী নিয়ে রওনা দেন সিলেটে সুনামগঞ্জের ইন্ডিয়ার বর্ডার নিকটবর্তী নিচু এলাকাগুলোতে।
সেখানকার মানুষজন খুবই মানবেতর জীবনযাপন করছে বলে সংগঠনের কাছে তথ্য ছিলো।
তথ্য পেয়ে তারা, গত ২৬ জুন রবিবার, রাত ১০ টায় সিলেটের সুনামগঞ্জবাসীর উদ্যেস্যে ত্রান ভর্তি ট্রাক নিয়ে রওনা দেন এই সংগঠন,।ব্যাতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে ছিলো, বানভাসি নারিদের পোষাক সামগ্রী বিতরন, প্রায় ৫ শতাধিক নারিদের মাঝে পোষাক বিতরন করেন তারা, শুধু তাই নয় রয়েছে শিশু খাদ্য, নারীদের স্যানেটারি ন্যাপকিন সহো নিত্বপ্রয়োজনীয় কসমেটিক’স সামগ্রী, যেখানে বিদ্যুৎ নেই তাদের জন্যে বিতরন করেন মোমবাতি, যেখানে অর্থের প্রয়োজন সেখানে বিতরন করেন নগদ অর্থ, যেই এলাকাতে পানি বন্দির কারনে রান্না করা অসম্ভব, সেখানে রান্না করা খাবার পেকেটজাত করে বিতরন করেন তারা শুধু তাই নয় কয়েকটি মাদ্রাসার এতিম খানায় এতিম ছাত্রদের মাঝেও রান্না করা খাবার বিতরন করেন,তাদের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও এলাকাবাসী ।
এই সেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যগন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ডোর টু ডোর সেবা দিয়ে যাচ্ছে অবিরত, এক যায়গায় শুধু জড়ো করে নয়, তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার কি সমস্যা তা জেনে সহযোগীতা করার সাধ্যমতো চেষ্টা করছেন, এই সেবা তাদের অব্যাহত থাকবে আরও একদিন, পরে তারা পুনরায় আসবেন বলে জানান টিম লিডার সানাউল্লাহ্ বেপারী, তিনি বলেন, আমরা এখন যে পরিমান ত্রান সামগ্রী নিয়ে এসেছি, তা আসলে পর্যাপ্ত নয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি পুনরায় তহবিল গঠন করে আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াবো, কারন তাদের কি প্রয়োজন তা আমরা ইতোমধ্যে জেনে গেছি, আমরা সেভাবেই সামনে কাজ করবো ইনশাল্লাহ্, শুধু তাই নয় তিনি আরও বলেন যারা আর্থিক ও সার্বিক ভাবে সহযোগীতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যেসকল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই আয়োজন তারা হলেন
১.আমরা স্বেচ্ছাসেবী করোনাযোদ্ধা টিম
২.আলোর দিশারী সংসদ
৩.সোনারগাঁ সমাজ কল্যান স্বেচ্ছাসেবী সংগঠন
৪.শায়েখ আবু তাওয়ামা সংসদ
৫.হিলফুল ফুজুল ইসলামি সংগঠন
৬.খামারগাও প্রবাসী সমাজ কল্যান সংগঠন
৭.নব জাগরন সোনারগাঁ
৮.সনমান্দি জনকল্যান সংস্থা
৯.বাংলাদেশ মানবকল্যান যুব সংঘ
Leave a Reply