নিজস্ব প্রতিনিধিঃ মোঃ অহিদুল্যাহ্
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস,এ দিনে বাঙালী জাতী তাদের স্বাধীনতা অর্জন করে লাখো শহিদের রক্তের বিনিময়ে,
তাই এই দিনটি বাঙালী জাতীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। নানান আয়োজনের মধ্যদিয়ে এই দিনটি উদজাপিত হয়।
তারই ধারাবাহিকতায় নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মোগড়াপারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ্ মোঃ সোহাগ রনি’র উদ্যোগে মোগরাপাড়া ইউনিয়ন ব্যাপী আয়োজন করাহয় ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামীক সাংস্কৃতিক অনুষ্টান।
উক্ত অনুষ্টানে অংশগ্রহন করেন মাদ্রাসা ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী বৃন্দ ও তাদের অভিবাবকগন।
আয়োজনের মদ্ধে ছিলো, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
ছোটদের দৌড় প্রতিযোগিতা, বড়দের দৌড় প্রতিযোগিতা,
অন্ধের হাড়িভাঙ্গা, অন্ধের হাঁস ধরা,কলাগাছে চড়া,মহিলাদের টেবিল সেটিং,বালিশ কারহাতে সহো নানান খেলাধুলা।
বিকেল ৩টা থেকে শুরু হয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্টান, এতে রয়েছে, কোরান তেলাওয়াত, আজান প্রতিযোগিতা, হামদে বারি তায়ালা, নাতে রাসুল সাঃ। এতে অংশগ্রহন করেন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
আয়োজনে অংশগ্রহনকারী সকল বিজয়ীদের জন্যে রয়েছে আকর্ষনীয় পুরস্কার সামগ্রী। যেমন, প্রথম পুরুস্কার এসি ডিসি ফ্যান,দ্বিতীয় পুরুস্কার, ওয়াটার পিউরিফায়ার, গ্যাসের চুলা, তৃতীয় পুরুস্কার, ইস্ত্রী, রাইস কুকার ইত্যাদি।
আয়োজন সম্পর্কে হাজী শাহ্ মোঃ সোহাগ রনি বলেন, আমার পিতা একজন মুক্তিযোদ্ধা,এবং প্রবিন রাজনীতিবিদ, তিনাকে আমি দেখেছি স্বাধীনতা দিবসের অনুষ্টানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করতেন, তারই সন্তান হিসেবে আমিও চেষ্টা করে যাচ্ছি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে, খেলাধুলায় যদি আমাদের সন্তানেরা মনোনিবেশ করে তবে তারা মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকবে বলে আমি বিস্বাস করি। আমি গর্ভিত আমি একজন বাঙালী, বাঙালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শের রাজনীতি করার চেষ্টা করে যাচ্ছি অবিরাম, জাতীর পিতার আদর্শকে আমাদের সকলেরই বুকে ধারন করা অতিব জরুরী, তার একটি ভাষনের মাধ্যমে সমগ্রজাতী তাদের মুক্তির জন্যে ঝাপিয়ে পড়েছিলো যার ফলশ্রুতিতে আজকে আমরা স্বাধীন জাতি, ও স্বাধীন রাষ্ট্রের বাসিন্দা। তাই আমি বলবো আসুন সবাই কাধেকাধ মিলিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এগিয়ে আসি, হিংসা বিদ্ব্যেষ হানাহানি ভূলে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই।
Leave a Reply