উলফত কবির, সোনারগাঁ
আজ ২৩ জানুয়ারী ২০২৩ তারিখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোনারগাঁ পৌরসভা সংলগ্ন মাঠে পৌরসভা আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ কর্মী সভায় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলহাজ্ব আবুল হাসেম মোল্লা (বাচ্চু) এর নেতৃত্বে প্রায় ৩ হাজার নেতাকর্মী কর্মী সম্মেলনে যোগদান করে। বিশাল মিছিলে শ্লোগানে শ্লোগানে এবং ব্যান্ডের আওয়াজে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে নেতাকর্মীদের সম্মেলনে যোগদান করতে দেখা যায়। বাচ্চু মোল্লার সাথে ছিলেন তারই সন্তান শহজাহানপুর থানার ওসি জনাব মনির মোল্লা। সবার কাছে বাচ্চু মোল্লা নামে পরিচিত পৌরসভা আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা বলেন, অনেক বছর পর সোনারগাঁ পৌরসভায় আওয়ামী লীগের কর্মী সম্মেলন হচ্ছে। আমি এতে অনেক খুশি। সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যপক উৎসাব উদ্দীপনা বিরাজ করছে, তাদের নিয়ে আমি সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত।
সম্মেলনে প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শামসুল ইসলাম ভূঁইয়া এবং বিশেষ অতিথি সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সহ-সভাপতি ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, পৌরসভা মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা, মেয়র প্রার্থী এড. ফজলে রাব্বী ও গাজী মুজিবুর রহমান, পৌরসভা ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান রবিন, পৌরসভা দপ্তর সম্পাদক আবুল কাশেম মোল্লা, পৌরসভা আওয়ামী লীগ নেতা আঃ মজিদ খাঁন সহো সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
Leave a Reply