মোঃ অহিদুল্যাহ্ নিজস্ব প্রতিনিধিঃ
মানুষের খেদমত করতে সর্বপ্রথম যা প্রয়োজন, তা হলো সুন্দর একটা মন,
অর্থ কড়ি থাকলেও অনেকেই পারছেন না মানবতার সেবায় এগিয়ে আসতে।
মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তখন তার কৃতকর্মের ফল ভোগ করে ওপারে, এবং দুনিয়াতে করে যাওয়া ভালো কাজের প্রশংসা চলতে থাকে আজীবন,
সোনারগাঁয়ে পৌরসভার সৌদি প্রবাসী আফজাল সিকদার, মানবতার সেবাই যার ব্রত, অসহায় মানুষের পাশে দাড়াতে পারলেই যেন তার আত্মতৃপ্তি, নিজের সবটুকু দিয়ে যেন তিনি চান মানুষের খেদমত করতে, করোনা মহামারী যখন ভয়ানক রুপ ধারন করে, কেউ যখন কারো পাশে দাড়াতে ভয় পাচ্ছিলো ঠিক তখনও হাল ছাড়েনি আফজাল সিকদার, তিনি তার নিজস্ব অর্থায়নে সমাজে গরিব দুঃখি, অসহায়, ও না বলতে পারা জনগনের মাঝে ত্রান সামগ্রী পৌছে দিয়েছেন রাতের আধারে, এ যেন হজরত ওমর রাঃ এর যোগ্য অনুসারী,
তিনি কখনো রিক্সাওয়ালাকে, কখনো কুলি কে, কখনো বা আবার পথশিশুকে, যখন যেভাবে পারছেন কারো না কারো উপকার তিনি করেই যাচ্ছেন, অথচ সমাজে ওনার চেয়ে বহু ধনি পড়ে রয়েছে যারা শুধু নিজেদের নিয়ে ব্যাস্ত,,
নানান সময় আলোচিত এ মহান মানুষটিকে, প্রশ্ন করা হয়েছিলো আপনার এসব পরোপকারীতার উদ্দেশ্য কি ? আপনি কি রাজনীতি করার জন্যে এমনটা করছেন ? নাকি নিজেকে জাহির করতে ?
উত্তরে তিনি বলেন, দেখেন ভাই ক্ষনস্থায়ী এ দুনিয়াতে আমরা দুদিনের মেহমান, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুইতো সাথে নিয়ে যাওয়া যায়না, তাই শুধু শুধু অর্থ কে নিজের কাছে জমিয়ে রাখা আমি বোকামী মনে করি, তাই আমি সাধ্যমতো চেষ্টা করি মানুষের পাশে দাড়াতে, আমার কোন রাজনৈতিক উদ্বেস্য নাই, আমি কেবলমাত্র আল্লাহর রাজি খুশির জন্যে এসব কাজকর্ম করে থাকি, আপনারা দোয়া করবেন যেন, বাকি জিবনটা মানুষের খেদমত করে কাটিয়ে দিতে পারি।
Leave a Reply