সােনারগাঁয়ে ৫০৭ বােতল ফেন্সিডিল
এবং প্রাইভেট কার সহ আটক-৩
নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের সােনারগাঁ হতে ৫০৭ বােতল ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ করে র্যাব-১১ এর একটি চৌকস দল গােপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ২১ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ ভােরে নারায়ণগঞ্জ জেলার সােনারগাঁ থানা এলাকায় মাদক বিরােধী অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে ৫০৭ বােতল ফেন্সিডিলসহ ১। মােঃ সাইফুল ইসলাম (৪৩), ২।
শাহিন আহমেদ (৩৫) ও ৩। রিফাত চৌধুরী (১৯) নামক ০৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়। এই সময় র্যাবের পক্ষ থেকে বলা হয় নারায়ণগঞ্জ তথা বাংলাদেশকে মাদক মুক্ত রাখতে র্যাবের এই ধরনের অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply