মাতৃকন্ঠ ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামের দাতব্য চিকিৎসক আব্দুর রহিমের বাসায় দিনেদুপুরে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ৬ আগষ্ট ২০২২ ইং দুপুরে চিকিৎসক আব্দুর রহিম তার কন্যার বাসায় পরিবারের সকলকে নিয়ে বেড়াতে যান, সেই সুযোগে ফাঁকা বাসায় চোরেরা সুযোগ পেয়ে ভেন্টিলেটর দিয়ে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা নগদ ৫,৪০,০০০/-টাকা, ৭ ভরি ওজনের স্বর্নালংকার, মূল্য- ৪,৯০,০০০/-টাকা ও ৮ ভরি ওজনের রুপার জিনিস পত্র যার মূল্য-১০,০০০/-টাকা। চুরি করে নিয়ে যায়। এব্যাপারে দাতব্য চিকিৎসক আব্দুর রহিমের ছেলে মো: আজিজুর রহমান বাদী হয়ে সোনারগাঁও থানায় সন্দেহভাজন ৪ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ব্যাক্তিরা হলেন ১। আলমগীর (৩০), পিতা-অজ্ঞাত, ২। আলী (৩৮),
পিতা-অজ্ঞাত, ৩। জাহিদুল (৪০), পিতা-অজ্ঞাত, ৪। মাসুম (৩০), পিতা- অজ্ঞাত, সর্ব সাং ভাগলপুর কালাদরগা, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণঞ্জ, বিবাদীরা মাদকাসক্ত ও মাদকের ব্যবসায়ী বলে জানান আজিজুর রহমান।
উক্ত ঘটনায় এলাকাবাসী জানায়, ভাগলপুর এলাকায় ইতিপূর্বে আরোও কয়েক বাসায় এরকম চুরির ঘটনা ঘটেছে। চোরদের বিরুদ্ধে প্রশাসনের কোন আইনানুগ ব্যবস্থা না নেওয়াতে চোরেরা একেরপর এক চুরি করে যাচ্ছে। বর্তমানে ভাগলপুর এলাকার মানুষ জানমালের নিরাপত্তাহীনতায় ভোগছেন।
এলাকাবাসী প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।
Leave a Reply