মোঃ অহিদুল্যাহ্ নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের নিরীহ শিশু হুমাইরা আক্তার হত্যার সুষ্ঠু বিচার ও ফাঁসির দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২রা আগষ্ট ২০২২ ইং দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৃধাকান্দি এলাকায় হত্যাকারীদের ফাসির দাবীতে হাজার হাজার নারী পুরুষ জমায়েত হয়ে মানব বন্ধন করেন।
মানব বন্ধনে হত্যাকারী সেলিম ওরফে উদয়, সিমলা আক্তার, মনোয়ারা বেগম, মোতালেব মিয়া, শুক্কুর আলী, বৈশাখী আক্তার সহ অজ্ঞাত ৬/৭ জনের যোগসাজশে শিশু হুমাইরাকে হত্যা করে লাশ গুম করা হয়। নিখোঁজের দুইদিন পর তার লাশ সোনারগাঁও থানাধীন বড় নয়াগাঁও এলাকায় বালুর মধ্যে অর্ধেক পোতা অবস্থায় পাওয়া যায়। নিহত হুমাইরা উপজেলার মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। হুমাইরা আক্তার গত মঙ্গলবার সকাল ১১টা থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে সন্ধান না পেয়ে তার বাবা ওই দিন সন্ধ্যায় সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়রি করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে গত বৃহস্পতিবার শিশুর ভাবি বৈশাখী আক্তার ও বৈশাখীর মা মনোয়ারা বেগমকে আটক করে আদালতে পাঠায় সোনারগাঁও থানা পুলিশ। এরপর গত শুক্রবার নিহত শিশু হুমাইরার মা সেতেরা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। হত্যা মামলায় সেলিম ও শুক্কুর নামে ২ আসামিকে আটক করেছে র্যাব-১১। ১লা আগস্ট ২০২২ ইং সোমবার মুন্সিগঞ্জ থেকে তাদের আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান র্যাব-১১ এর সিপিসি ১ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম। র্যাবের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আসামিরা পরস্পর যোগসাজশে শিশু হুমাইরা আক্তারকে হত্যা করে লাশ গুম করা হয়। নিখোঁজের দুইদিন পর তার লাশ সোনারগাঁও থানাধীন বড় নয়াগাঁও এলাকায় বালুর মধ্যে অর্ধেক পোতা অবস্থায় পাওয়া যায়। র্যাব-১১ আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা উক্ত হত্যাকান্ডের কথা স্বীকার করে। হত্যা মামলার অধিকতর তদন্তের জন্য আটককৃত আসামিদেরকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে
Leave a Reply