ডেস্ক রিপোর্ট
সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ভাটিবন্দরের বাসিন্দা মোঃ অহিদুল ইসলাম। নিজ বসতভিটার পাশেই নিজের পৈত্রিকসূত্রে পাওয়া নিজ দখলে থাকা ৪৫.৫ শতক জমি নিয়ে আদালত ও পুলিশ দৌড়াচ্ছেন ২০১৪ সাল থেকে। কারন নিজ এলাকারই কতিপয় দখলদার অন্যায়ভাবে জমিটি নিজেদের দাবি করে দখলে নিতে চায়, আবার পার্শ্ববর্তী মেঘনা গ্রুপের কাছেও তার জমিটি নিজেদের বলে বিক্রি করে দিতে চায়। তাই জমিটিতে আইনিভাবে নিজের মালিকানার স্বীকৃতির জন্য অসহায় এই কৃষক গতো নয় বছর পার করছেন আদালতের দুয়ারে দুয়ারে। এরই মধ্যে ২৫ ডিসেম্বর রবিবার সকালে ভাটিবন্দর এলাকারই সোনাতালি মেম্বারের ছেলে ইকবাল গং এই জমি থেকে ৭ শতক নিজে কিনেছেন দাবি করে ১০০-১৫০ জন লোকবল নিয়ে লাঠিসোটা সহো অহিদুল ইসলামের জমিতে দখল করতে যায় বলে অভিযোগ উঠেছে। পরে দখলদারদের সাথে টিকতে না পেরে ৯৯৯ এ ফোন করলে সোনারগাঁ থানা থেকে এস আই আনিসের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল সেখানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
চিত্র: মোঃ অহিদুল ইসলামের জমি দখল চেষ্টা
জমি ও মামলা বিষয়ে অনুসন্ধানে উঠে আসে পুরো জমিটি মোট ৯১ শতাংশ, এর ভিতর অহিদুল ইসলামের পিতার অংশ সূত্রে ৪৫.৫ শতাংশ জমির মালিকানায় আছেন তিনি। বাকি ৪৫.৫ শতাংশ জমির অংশ অন্যান্য ব্যক্তিবর্গের মালিকানায় রয়েছে পৈত্রিক আর ক্রয়-বিক্রয় সূত্রে। বাকি এই অংশগুলোর মালিকানায় শক্ত ও ক্ষমতাবানরা থাকায় স্থানীয় কিছু দখলদার অনৈতিকভাবে জোরপূর্বক নিরীহ অহিদুল ইসলামের মালিকানার অংশে নিজেদের ক্রয়কৃত পাওনা রয়েছে দাবি করা সহো নানান কারন দেখিয়ে বারংবার দখলের পায়তারা করছে বেশ কয়েকবছর ধরে। এই নিয়ে আইনিভাবে নিজ অংশের জমির উপর নিজের মালিকানার স্বীকৃতি পেতে বাদী হয়ে ২০১৪ সালে আদালতে পুরো জমি বিষয়ে আইনি নিষ্পত্তির জন্য মামলা করেন অহিদুল ইসলাম। জমিটি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায়ও অনেকবার দখলদাররা জমিটি দখলের চেষ্টা করলে অহিদুল ইসলাম তার আইনজীবীর মাধ্যমে জমি নিয়ে আদালত কর্তৃক রায় ঘোষণার আগ পর্যন্ত বিবাদী বা অন্যপক্ষ কর্তৃক দখল, পরিমাপ কিংবা সকল প্রকার ক্রয়-বিক্রয়ের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়ার আর্জি করেন।
এই অবস্থায়ও আদালতকে তোয়াক্কা না করে ইকবাল গং জমির ৯১ শতাংশের ভিতর তাদের ক্রয়করা ৭ শতাংশ জায়গা রয়েছে দাবি করে নিরীহ অহিদুল ইসলামের মালিকানার ৪৫.৫ শতাংশের ভিতরেই বারংবার পরিমাপ ও দখল করতে চাওয়ায় এই অন্যায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ও আদালতে বিষয়টি উপস্থাপন করবেন বলে জানান তিনি। এছাড়া তিনি সোনারগাঁয়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে ইকবাল গং ও অন্যান্য দখলদারদের বিরুদ্ধে আদালতে এ নিয়ে নিষ্পাত্তির আগ পর্যন্ত তার জমি রক্ষায় সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমার কাছে বৈধ সব কাগজপত্র ও দলিল রয়েছে, ইকবাল গং লোকবল নিয়ে আমার জমি দখলে আসার পর আমি আদালত কর্তৃক চলমান মামলা ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা সহো সকল কপি পুলিশ ও ভাটিবন্দরের মেম্বার আফজালকে দেখিয়েছি, তারা এই বিষয়ে একটা বিহিত করে দিবেন বলেছেন, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ এসে আমায় ও আমার পরিবারকে দখলদারদের থেকে রক্ষা করেন।
এই বিষয়ে ইকবাল গং এর মূল অভিযুক্ত ইকবাল ফোনে জানান, তিনি তার ক্রয়কৃত ৭ শতাংশ জমি মাপতে সেখানে গিয়েছিলেন, কিন্তু অহিদুল ইসলামের বাঁধার প্রেক্ষিতে আর পরিমাপ করতে পারেন নি। স্থানীয় ইউনিয়ন মেম্বার আফজাল এবং থানা থেকে আসা পুলিশ কিছুদিনের ভিতর এ বিষয়ে উভয় পক্ষ নিয়ে থানায় বসে বিহিত করবেন বলে জানানোর পর তিনি চলে আসেন।
Leave a Reply