নিজস্ব প্রতিনিধিঃ
সোনারগাঁ উপজেলার পাঁচ আনি গ্রামে সঙ্গবদ্ধ হয়ে এক গৃহবধূকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পাঁচআনি গ্রামে সংঘবদ্ধভাবে মাহফুজ ( ৪৫) ও তার বাহিনী নিয়ে সুফিয়া বেগম (৩০) নামের এক গৃহবধূকে ধর্ষণ করে হত্যার উদ্দেশ্যে শারীরিক নির্যাতন এর অভিযোগ পাওয়া গেছে ।
এবিষয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সুফিয়া বেগমের সাথে পূর্ব পরিচিত ছিল উপজেলার পাঁচআনি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহফুজের সাথে ।
গত এপ্রিল মাসের ১০ তারিখ সন্ধ্যা ৭টার সময় পাঁচআনী বাজারে সূফিয়া বেগম কে সাক্ষাৎ করার কথা বলে , কথা অনুযায়ী সুফিয়া বেগম পাঁচআনি বাজারে উপস্থিত হলে তাকে একটি রিকশার গ্যারেজে জোরপূর্বক ভাবে নিয়ে যায়, গেরেজে মাহফুজ ও তার বাহিনী জোরপূর্বক দলবদ্ধ হয়ে ওই মহিলাকে পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষিতার চিৎকারে আশপাশের মানুষ জেনে যায় বিধায় গেরেজ থেকে বের করে এলোপাতাড়ি মারধর এবং মাহফুজের পূর্ব শত্রু মামুন (৩৫) পিতা: আমিনুল ইসলাম সরকার কে ফাঁসিয়ে দেওয়ার জন্য মামুন সহ মহিলাকে একসাথে করে প্রকাশ্যে অমানুষিক নির্যাতন চালায়। এমনকি মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে ধরা খেয়েছে বলে স্বীকার না করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে মামুন বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যার উদ্দেশ্যে নির্যাতনের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন।
সুফিয়া বেগম নারায়ণগঞ্জ কোর্টে ধর্ষণ ও হত্যার উদ্দেশ্যে নির্যাতন নিয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তের জন্য সোনারগাঁ থানা থেকে মঙ্গলবার ২১ জুন দুইটার সময় যাওয়ার কথা থাকলে ধর্ষক মাহফুজুর রহমান ও তার বাহিনী দলবল নিয়ে স্থানীয় সচেতন ও গ্রামবাসীর ওপর সাক্ষী না দেওয়ার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাঁচানী বাজারে মহড়া দিয়ে এলাকাবাসীকে আতঙ্কিত করে তোলে।
এঘটনায় পাঁচআনি গ্রামে ও বাজারে উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply