মোঃ অহিদুল্যাহ্ নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজারে (২৪ জুলাই) রাত ৮টার সময় আগুন লেগে প্রায় তিন লাখ টাকার মালামাল সহো একটি মোবাইল এর দোকান পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে।
দোকানটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো: আমজাদ হোসেন এর ছেলে মো: রাসেল (২৬) এর। ভুতভোগী মো: রাসেল বলেন, আজ সন্ধ্যায় লোডশেডিং এর সময় আমি শাটার অর্ধেক খোলা রেখে বাইরে যাই। বিদ্যুৎ আবার চলে আসলে এসে দেখি দোকানে আগুন জ্বলছে আর আশেপাশের মানুষ পানি দিয়ে আগুন নিভাচ্ছে। তিনি কান্নাজড়িত কন্ঠে আরও বলেন, আমি দুইটা সমিতি থেকে ঋণ নিয়ে মাত্র একবছর আগে দোকনটি শুরু করি, এখনো খেয়ে না খেয়ে নিওমিত ঋণের কিস্তি দিয়ে যাচ্ছি, দোকানের সব যন্ত্রপাতি ও মোবাইল নতুন সাথে কাস্টমারদেরও সার্ভিসিংয়ের মোবাইল রয়েছে সব আগুনে ছাড়খার হয়ে গেছে, আমার যা ছিলো সব শেষ আমি চলবো কিভাবে ক্ষতিপূরণ ছাড়া, আমি আগুন লাগার সুষ্ঠু তদন্ত চাই।
প্রত্যক্ষদর্শী মো: শাহ আলম জানান, মোবাইলের এই দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে তিনি ও আশেপাশের মানুষজন ছুটে এসে অনেক সময় ধরে বাল্টিদিয়ে পানি ঠেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার সঠিক কারন জানা নেই তাদের।
আগুনে পুড়ে যাওয়া দোকানটি রাতে পরিদর্শন করেন বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান জনাব আল আমিন সরকার এবং ৯নং ওয়ার্ডের মেম্বার জনাব আলমগীর।
Leave a Reply