মাতৃকন্ঠ টুয়েন্টিফোর
১৩ জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অন্যতম সুপ্রচলিত ধর্মীয় শিক্ষা ও সামাজিক সংগঠন শায়খ আবু তাওয়ামা সংসদের কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উপজেলার সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ এলাকায় দারুস সুন্নাহ মাদ্রাসায় সংগঠনটি পুনর্মিলনীর আয়োজন করে। উপজেলার নানা প্রান্ত হতে ইসলামি ভাবধারার বিভিন্ন সমাজকর্মী ও তরুন ওলামায়ে কেরামগন পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন। সংগঠনটির সভাপতি, বন্দরের মদিনাতুল উলূম মাহমুদিয়া মাদ্রাসার সম্মানিত দায়িত্বশীল মাওলানা শফিকুল ইসলাম জামির সভাপতিত্বে এবং সালমান সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাফেজ মাওঃ সাব্বির খান, হাফেজ মাওঃ তালহা, মাওঃ রফিকুল ইসলাম, হাফেজ মাওঃ আবু বকর সিদ্দিক, মুফতি নাজমুল হাসান, মাওঃ মুফতি সালমান আল হুসাইনি, মাওঃ ফয়েজ আহমেদ, হাফেজ মাও আব্দুল্লাহ্ আল মাহমুদ, সংগঠনটির সহ-সভাপতি মাওঃ ইউসুফ মাহমুদ সহো আরো অনেকে। অনুষ্ঠান শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাওঃ জামিল ইব্রাহিম। অনুষ্ঠানে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মো: আনাস, মো: রাকিবুল ইসলাম সহো সংগঠনটির বেশ কয়েকজন সদস্য।
অনুষ্ঠানে সভাপতি মাওঃ শফিকুল ইসলাম জামি বলেন, করণাকালীন সময় হতে সাম্প্রতিক সময়ের সিলেটের বন্যা সহো সকল প্রকার জনদূর্ভোগে আমাদের এই অরাজনৈতিক সংগঠনের সদস্যরা সমসময় মানুষের পাশে থেকেছে জনসেবা ত্রাণ উদ্ধারকার্যক্রম সবকিছুতে অগ্রগামী ভূমিকা পালন করেছে যা সোনারগাঁব্যাপী প্রশংসনীয় হয়ে আসছে। তিনি সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা পোষন করে বলেন, আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার লক্ষ্য রেখে সমাজসেবা করার উদ্যেশ্যে এবং বাতিলের বিরুদ্ধে অপসংস্কৃতির বিরুদ্ধে জোড়দার ভূমিকা পালন করে সুস্থধারার নৈতিক সামাজিক চর্চা ও প্রচারে সংগঠনের সদস্যরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তা সংগঠনটিকে লক্ষ্য অর্জনে অগ্রগামী করেছে। তিনি আরো বলেন, আগামী অক্টোবর-নভেম্বরে সোনারগাঁয়ের মরহুম সব আলেম ওলামাদের স্বরণে শায়খ আবু তাওয়ামা সংসদ একটি বিশাল ইসলামী সম্মেলন ও দোয়া মাহফিল আয়োজনের পরিকল্পনা নিয়েছে, এ বিষয়ে সংগঠনের সদস্য সহো সবার সহযোগিতা তিনি কামনা করেন।
উল্লেখ্য, ২০১৬ সালে কতিপয় ইসলামী ভাবধারার সমাজসেবীরা সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক সংগঠন শায়খ আবু তাওয়ামা সংসদ গঠন করেন। সামাজিক বিভিন্ন সমস্যা নিরসনে ও দুস্থ বিপদগ্রস্ত মানুষের সাহায্যে প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সদস্যরা কাজ করে যাচ্ছেন।
Leave a Reply