নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে,এ ব্যাপারে কমিশনার দুলাল বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন,
অভিযোগ থেকে যানাজায় যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ দুলাল কমিশনার (৪৫), পিতা-মৃতঃ হানিফ বেপারী, সাং লাহাপাড়া, আমিনপুর পৌরসভা, থানা-সোনারগাঁ, জেলা-নারায়নগঞ্জ হাজির হইয়া বিবাদী ১। নবনুর হোসেন সাবিক (৩০), পিতা-মৃতঃ মনির, সাং
নোয়াইল, ২। অরবিন (২০), ৩। মোঃ সানি (২৪), উভয় পিতা- তারা মিয়া, ৪। রবিন (৩০), ৫। রুব (২২),
৬। রোহান (২০), উভয় পিতা-গোলজার, ৭। উজ্জল (২৭), ৮। পলাশ (২৪), উভয় পিতা-জাহের মিয়া, সর্ব
সাং লাহাপাড়া, আমিনপুর পৌরসভা, থানা-সোনারগাঁ, জেলা-নারায়নগঞ্জ সহ আরো অজ্ঞাত নামা ১০/১২ জন
বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, বিবাদীরা উচ্ছৃংখল, দাঙ্গাবাজ, মাদকাসক্ত, মাদক
ব্যবসায়ী, পরধনলোভী ও খারাপ প্রকৃতির লোক। বিবাদীরা এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কাজের সহিত
জড়িত থাকে। তাহাদের অত্যাচারে এলাকার নিরীহ জনগন অতিষ্ট। বিবাদীদের সাথে আদিপত্যকে কেন্দ্র করিয়া পূর্ব হইতে বিরোধ চলিতেছে। আদিপত্যকে কেন্দ্র করিয়া বিবাদীরা কারনে অকারনে প্রায়ই আমাকে সহ আমার পরিবারবর্গকে গালমন্দ করে এবং যে কোন সময় সুযোগে তাহারা আমাকে সহ আমার লোকজনদের মারপিট করিয়া খুন জখম করিবে বলিয়া ভয়ভীতি সহ হুমকী দিয়া আমার পরিবারের উপর অত্যাচার করে আসিতেছিল।
আমি সোনারগাঁ পৌরসভা গরুর হাট সার্বিক তত্বাবধানে দেখাশোনা করে আসিতেছি। আমি সোনারগাঁ পৌরসভা
অস্থায়ী গরুর হাট লীজ প্রাপ্ত হই। উক্ত হাটের জন্য গরু কিনার উদ্দেশ্যে নগদ ২৫,০০,০০০/-টাকা নিয়া বাসা
হইতে বাহির হইয়া রাজশাহির উদ্দেশ্যে রওয়ানা হইয়া ইং ০৫/০৭/২০২২ তারিখ সন্ধ্যা অনুমান ৭.৩০ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন সোনারগাঁ পৌরসভা গোলচত্তর পৌছাইলে পূর্ব শত্রুতার জের ধরিয়া উল্লেখিত
বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা পরস্পর যোগসাজসে তাহাদের হাতে থাকা ধারালো দাঁ, ছেনা, চাপাতি, রামদা, লোহার রড, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া আমাকে পথরোধ করিয়া এলোপাথারী কিল, ঘুষি, লাথি মারিয়া ও লোহার রড, লাঠিসোঠা দিয়া বেদম পিটাইয়া আমার হাতে, পায়ে, পিঠে, মাথায়, দুইপায়ের হাটু ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ১নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো রামদা দিয়া কোপ মারিয়া আমার ডান পায়ে কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। ২ ও ৩নং বিবাদী আমার সাথে থাকা গরু কিনার নগদ ২৫,০০,০০০/-টাকা নিয়া যায়। উক্ত ঘটনার পর উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা আমার বসত বাড়ীর সীমানার ভিতর অনধিকার প্রবেশ করিয়া আমার বসত
ঘরের দরজা জানালা ভাংচুর করিয়া বসত ঘরের রুমের ভিতর অনধিকার প্রবেশ করিয়া ঘরের বিভিন্ন মালামাল
সহ পন্য সামগ্রী ভাংচুর করিয়া ক্ষতি সাধন করে এবং মালামাল লুটপাট করিয়া নিয়া যায়। যার সর্ব মোট ক্ষতির মূল্য-২,৫০,০০০/- টাকা। আমার মেঝ ভাই মোঃ শাহাআলী বেপারী (৩৫), আমার ছোট ভাই ইসলাম মিয়া
(৩০) ও আমার ভাগিনা মোঃ কাউছার (২৪), আগাইয়া আসিয়া ঠেকানোর চেষ্টা করিলে উল্লেখিত বিবাদীগন সহ
অজ্ঞামা নামা বিবাবদীরা তাহাদেরকে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। ২নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে কোপ মারিয়া আমার মেঝ ভাই শাহাআলীর মাথায় কাটা গুরুত্বর রক্তাক্ত জখম করে। ৩নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো চাইনিজ কুড়াল দিয়া কোপ মারিয়া আমার ভাগিনা কাউছার এর মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে। ৪নং বিবাদী তাহার হাতে থাকা লোহার রড দিয়া আঘাত করিয়া আমার ছোট ভাই ইসলাম এর বাম হাত ভাঙ্গা গুরুতর জখম করে। ৫নং বিবাদী তাহার হাতে থাকা ধরালো ছেনা দিয়া পোচ মারিয়া আমার ছোট ভাই ইসলাম এর বা হাতের বাহু কাটা গুরুত্তর রক্তাক্ত
জখম করে । ৬নং বিবাদী আমার মেঝ ভাই শাহাআলীর ঘরের ভিতর থাকা নগদ ১,২০,০০০/-টাকা নিয়া যায়।
আমার ছোট ভাই এর স্ত্রী রিনি, ও আমার মেঝ ভাই এর স্ত্রী পারুল আগাইয়া আসিলে বর্নিত ১, ২, ৭ ও ৮নং
বিবাদীরা তাহাদেরকে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জকম করে এবং তাহাদের পরিহিত জামা কাপড় ধরিয়া টানা হেচড়া করিয়া শ্লীলতাহানি করে। ডাক চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসিলে বর্নিত বিবাদীরা অকথ্য ভাষায় গালমন্দ করিয়া ভয়ভীতি সহ প্রাননাশের হুমকী দিয়া চলিয়া যায়।
আশেপাশের লোকজনদের সহযোগীতায় আমি সহ সকল জখমীরা দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়া
চিকিৎসা গ্রহন করি। আমার ভাগিনা কাউছার ও ছোট ভাই ইসলামদের অবস্থায় গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার তাহাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। আমি সহ সকল জখমীরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করি।
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন অভিযোগ নেওয়া হয়েছে,ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply