সোনারগাঁ প্রতিনিধি
২৭শে মার্চ রোজ রবিবার সকাল বেলা সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের দুধঘাটায় অবস্থিত ইউনিক পাওয়ার প্লান্ট কোম্পানীর ভিতরে কিছু কর্মচারীদের মধ্যে কে বা কারা একে অপরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি করে। পরে যখন বেলা ১১:৩০ঘটিকার সময় কোম্পানির কর্ম বিরতি দেয় তখন কর্মচারিরা কোম্পানি থেকে বের হয়ে বাহিরে আসলে হঠাৎ আনিছ নামের ব্যাক্তির উপর ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল হামলা করে।জানাযায় ঐ এলাকার মজিবর মেম্বারে ছেলে,নাতীপুতি রোহান, রোমান,রাতুল,মেজু, শকি ও অন্যান্যরা মিলে আনিছের উপর সন্ত্রাসী হামলা করেছে।সেখানকার কিছু লোক কোম্পানিতে চাকরি করত আর কিছু লোক চাকরি করত না। তারা ঐ এলাকার স্থানীয় বাসিন্দা। তারা তার হাতে,পায়ে ও শরীরের বিভিন্ন অংশে রড়, কাঠের টুকরো ও লাটি ষোটা দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়ে পরে এবং তাকে রক্ষা করতে তার সহপাটিরা এগিয়ে আসলে তারাও আঘাত প্রাপ্ত হন। তখন তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে সোনারগাঁ থানায় ৫/৬জনকে আসামী করে আনিছের বড় ভাই হানিফ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং আইন -আনুক ভাবে সুষ্টু বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আর্কষন করেন।
Leave a Reply