নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌরসভার হাতকোপা গ্রামে বেলাল হোসেনের স্ত্রী অনন্যা হোসাইন মৌসুমি (৪০) কে তার বাড়ীর সীমানায় বাউন্ডারি ওয়াল নির্মানকালে পুর্ব শত্রুতার জের ধরিয়া তার প্রতিবেশি জাহের মোল্লাহ্ (৫০) ওয়াল নির্মানে বাধা প্রদান করে। এ ঘটনায় অনন্যা হোসাইন মৌসুমি সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন,
অভিযোগ সূত্রে জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরিয়া গতো ১৯-০৫-২২ তারিখ রোজ বৃহস্পতিবার সময় আনুমানিক সকাল ১০. ৩০ ঘটিকায় অভিযুক্ত জাহের মোল্লা অজ্ঞাতনামা লোকজন নিয়া পরস্পর যোগসাজশে তাদের হাতে থাকা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বেআইনি জনতাবদ্ধে মৌসুমির বাড়ির ভিতর অনধিকার প্রবেশ করিয়া ওয়াল নির্মান কাজে বাধা প্রদান করে, পরে মোসুমি প্রতিবাদ করিলে তাহাকে বিবাদীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশত্র নিয়া মারপিট করিতে উদ্ধত হইয়া ভয় ভীতি সহ খুন জখমের হুমকি দেয় বলে অভিযোগ সুত্রে পাওয়া যায়।
পরে মৌসুমি আগাইয়া গেলে বিবাদী শাবল দিয়া তাহাকে আঘাত করার চেষ্টা করে এবং তাহার পরিহিত জামা কাপর ধরিয়া টানা হেচড়া করিয়া মানহানি করে।
পরে মৌসুমির ডাক চিৎকার শুনিয়া আসেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে অজ্ঞাত নামা বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি প্রদান করিয়া চলিয়া যায়।
এ ঘটনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
Leave a Reply