ভিপি পারভেজঃ নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর এলাকার ব্রিজটি অনেক আগেই চলাচলের অনুপোযগী হয়ে পরেছিল । আজ দুপুর ০১:০৫ মিনিটে ঢাকা মোট্টো ট-২৪৩৫৫২ মাল বহনকৃত ট্রাকটি ব্রিজের একাংশ ভেঙ্গে ড্রাইভার ও হেলপার সহ খাদে পরে যায়। এতে ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয় এবং প্রায় লক্ষাধিক টাকা পন্যের খয়ক্ষতি হয়।
প্রত্যক্ষদর্ষিরা জানায়, ব্রিজটির রেলিং ও ব্রিজের নিচের স্লাপের তিন অংশ অনেক আগে থেকেই ভাঙ্গা ছিলো। যা স্টীল প্লেট দিয়ে সামোয়িক ভাবে টুটাফাটা মেরামত করা হয়ছিলো। এর উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে ভারী যান চলাচল করে আসছে। এখানে মাসফিট ও মেরিনশিপইয়ার্ড এর মত বড় বড় প্রতিষ্ঠান নির্মানের ফলে কোম্পানির মালামাল সহ ভারী যানবাহন চলাচল করে। এছাড়া সুপরিচিত বৈদ্যের বাজার ঘাট থাকায় প্রতিদিন এ ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ ও যান চলাচল করে এবং কোম্পানরীর মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করার কারনে ব্রিজটি আরো বেশি ঝুঁকির সম্মুখীন হয়। এলাকাবাসির দাবি ওনারা কর্তিপক্ষের বরাবর লিখিত অভিযোগ করার পরেও কোন সাড়া পাননি বা উনারা মেরামতের উদ্ব্যেগ নেন নি, যার ফলে আজকের এই দূর্ঘটনা ঘটে, এর চেয়ে আরো বেশি বড় ধরনের দূর্ঘটনা অথবা প্রাণহানীর ঘটনা ঘটতে পারতো।
এ ব্যাপারে ৯ নং ওয়ার্ডের কমিশনার ইসমাঈল হোসেন (মধু) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এলাকাবাসি আমার কাছে এ বিষয়টি অনেক আগেই অবগত করেছিলো কিন্তু কাজটি আমার আওতাধীন নয়, এটা সিএমবি করবে বলে জানিয়েছে।
Leave a Reply