আঃকরিমঃ নিজস্ব প্রতিনিধি
সোনারগাঁয়ে বিষাক্ত মদপানে ১ জনের মৃত্যু ৭ জন হাসপাতালে ভর্তি
সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর গ্রামে ০৮ নং ওয়ার্ডে
বিষাক্ত মদ পানে রকিবুল নামে একজনের মৃত্যু হয়েছে। বাকি সাত জনকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ভাটিবন্দর গ্রামে গত ২৮ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে ৮ জন মিলে মাদক সেবন করে। সেবনের পর তাদের অবস্থা অবনতি দেখে মুমূর্ষ অবস্থায় দুইজনকে মেডিকেলে নিয়ে যাওয়ার পর রকিবুল নামে একজন মারা যান ও রাবিব নামে একজন মৃত্যুশয্যায় আছে।
জানতে পেরে আরও ছয়জন কে মেডিকেলে ভর্তি করা হয়। তাদের নাম গুলো হল রাকিবুল পিতা সোহেল রাব্বি পিতা আব্দুর রহমান শুভ পিতা নজরুল মেহেদী পিতা মোশারফ ফালান পিতা নাবু মিয়া দিদার পিতা সোনা মিয়া মেম্বার মামুন মাতা সূর্যবান। সর্ব সাং ভাটি বন্দর।
Leave a Reply