নিজস্ব প্রতিনিধিঃ
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায়, সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের শুভ উদ্বোধন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৩ এপ্রিল শনিবার সন্ধ্যায় সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা আল মদিনা টাওয়ারে কলাপাতা বার্গার রেস্টুরেন্টে। সোনারগাঁ ঈশাখাঁ প্রেসক্লাবের শুভ উদ্বোধন উপলক্ষ্যে এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
স্থানীয় মাদ্রাসার ছাত্রদের সুমধুর কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এছাড়া অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরন ও সেই সাথে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ ঈশাখাঁ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, আবদুল্লাহ আল কায়সার হাসনাত।
ঈশাখাঁ প্রেসক্লাবের সভাপতি ভিপি পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সম্মানিত অতিথি নাসরিন সুলতানা ঝরা সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটি, কোহিনুর ইসলাম রুমা সাবেক ভারপ্রাপ্ত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান, এছাড়া সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আব্দুল করিম সহ ক্লাবের সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধিগন, সোনারগাঁ প্রেস ক্লাব, রিপোর্টারস ক্লাব, সোনারগাঁ থানা প্রেস ক্লাব, মডেল প্রেস ক্লাবের সন্মানিত সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনায় ছিলেন উপজেলা জামে মসজিদের ইমাম মুফতী মিজানুর রহমান ও মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের শিক্ষাকে গ্রহণ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুভূতি ব্যক্ত করেন শুধু তাই নয় সমাজে সাংবাদিকের ভূমিকা, দায়িত্ব ও কর্তব্য নিয়ে আরও বলেন।
Leave a Reply