আঃ করিম, সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা মা জেনারেল হাসপাতালে টনসিল অপারেশনের জন্য গিয়ে আর ফেরা হলো না কিশোর রিদওয়ান ইসলামের। সোমবার ২ জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তার মা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের আলাব্দী গ্রামের আব্দুল গাফফারের ছেলে রিদওয়ান ইসলাম আলাব্দী মাদ্রাসার ছাত্র। দীর্ঘদিন যাবত গলায় ব্যথা অনুভব করে গায়ে জ্বরও ছিল হালকা। সোমবার দুপুরে তাকে নিয়ে যাওয়া হয় মোগরাপাড়া জেনারেল হাসপাতালে। আশা ছিল-সঠিক চিকিৎসা নিয়েই ঘরে ফিরবে সে আবার। ঘন্টা দুই এর মধ্যে ফিরল লাশ হয়ে। ভুল চিকিৎসায় ঝরে গেল শিশুর প্রাণ। চিকিৎসার নামে ভুয়া চিকিৎসা করে একজন শিশুর অকালে মৃত্যু হয়ে গেল। অজ্ঞান করার উদ্দেশ্যে ইঞ্জেকশন প্রয়োগের পর ব্যথায় ছটফট করতে থাকা রিদওয়ান কে পাড়িয়ে দিল চিরদিনের ঘুম। ভুল চিকিৎসা ও ডাক্তারের অবহেলায় ৩ ঘণ্টার মধ্যেই লাশ হলো নয় বছরের রিদওয়ান। তার পিতা আবদুল গাফফারের দাবি, ভুল চিকিৎসা ও ডাক্তারের অদক্ষতার কারণে অতিরিক্ত পাওয়ারফুল ইনজেকশন পুশ করার পর, ছটফট করতে করতে আমার বাচ্চা রিদওয়ান মারা যায়। আমি অপারেশন থিয়েটার যাওয়ার কথা বললে, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমার সুস্থ স্বাভাবিক ছেলেটি হসপিটালে গিয়ে লাশ হয়ে গেল।
তিনি আরও বলেন, আমি সরকারের কাছে এর ন্যায্য বিচার দাবি করছি। অচিরেই এই হাসপাতালের মালিকসহ কর্তব্যরত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আর যাতে কোন মায়ের কোল খালি না হয়, কোন বাবা যেন সন্তান হারা না হয়, তার উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। এ বিষয়ে মা জেনারেল হাসপাতালের ম্যানেজার ও মালিকপক্ষ দায় এড়ানোর জন্য বাচ্চাটির শারীরিক সমস্যার কারণে মৃত্যুবরণ করছে বলে দাবি তাদের। ঘটনার পর থেকে মালিক ও কর্তব্যরত চিকিৎসক পলাতক।
Leave a Reply