অনলাইন ডেস্ক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া চৌমুহনী পৌরসভা এলাকায় একদিন বয়সের এক বেওয়ারিশ নবজাতক মেয়ের লাশ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ।
রবিবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে হাতিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড খাদ্য গুদামের পাশ থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কে বা কারা এখানে একটা বেওয়ারিশ নবজাতক ফেলে যায়। জানাজানি হওয়ার পর সকাল ১১টার দিকে লোকজন জড়ো হতে থাকে এবং পরে স্থানীয় পুলিশকে খবর দেয়।
এই ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, স্থানীয় লোকজন খবর দেওয়ার পর পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। তিনি বলেন, লাশ সুরতহাল করে অপমৃত্যুর মামলা রুজু করা হবে।
Leave a Reply