মাতৃকন্ঠ ডেস্কঃ
উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মদিন পালন করা হয়েছে। (৮ আগস্ট) সোমবার বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্তর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন । তিনি তার বক্তব্যে বলেন, আগষ্ট মাস শোকের মাস, আর এই মাসেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মদিন, আমরা শোক কে শক্তিতে রুপান্তর করতে চাই,বঙ্গমাতা এবং বঙ্গবন্ধুর পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করছি আল্লাহ্ যেন তাদের সকলকে জান্নাতবাসী করেন,
বক্তব্যের এক পর্যায়ে তিনি আরও বলেন, বন্ধুরা আমার সামনে আসতেছে আঃলীগ কর্মিদের জন্যে কঠিন দিন, তাই আমাদের এখনই নারায়ণগঞ্জের প্রানপুরুষ রাজ পথের লড়াকু সৈনিক জননেতা একে এম শামিম ওসমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে , নেতা বহু আছে, তবে শামিম ওসমান হচ্ছেন হ্যামিলনের বাশিওয়ালার মতো, তিনি যখনই ডাক দেন সাথে সাথে লক্ষ লক্ষ লোক মুহুর্তের মধ্যে জড়ো হয়ে যায়, শামিম ওসমানের মতো নেতা যদি বাংলার ঘরে ঘরে থাকতো তবে আঃলীগ সরকারের পতনের কথা কেউ চিন্তাও করতে পারতো না।
এসময় কাঁচপুর ইউপি’র ৭নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান সিরাজ, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি নুরু মিয়া সরকার, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাদিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গির হোসেন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন বাদশা, জামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোখলেছুর রহমান মোল্লা, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির, শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম আহবায়ক হোসেন শহীদ, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব সিয়াম, মোগরাপাড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ নেতা মাসুম বিল্লাহ সহ সদ্য ঘোষিত বিভিন্ন ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply